Qlearn আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ কুইজ প্রতিযোগিতা, যেখানে কুইজে অংশগ্রহণ করলে আপনি শুধু আকর্ষণীয় পুরষ্কারই জিতবেন বিষয়টি এমন নয় বরং সাথে সাথে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।
মূল প্রতিযোগিতা হবে ৯ই মে, ২০২৫ এবং পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতি সপ্তাহে থাকবে সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা, যেখানে একজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরষ্কার। মূল কুইজের আগে আপনাকে আরও বেশি দক্ষ এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করার জন্যই Qlearn এর এই সাপ্তাহিক আয়োজন।
এই কুইজটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। কুইজে অংশ নিন এবং জিতুন আকর্ষণীয় সব পুরষ্কার। Qlearn এর পক্ষ থেকে আপনার জন্য রইল শুভকামনা।
কুইজের সময়সূচী
রেজিস্ট্রেশন শুরু: ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫
রেজিস্ট্রেশন শেষ: ৯ই মে, ২০২৫
📅 প্রাথমিক পর্যায়ের কুইজ শুরু: ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
📅 প্রতি সপ্তাহে কুইজ প্রকাশের সময়: টপিক জানানো হবে একদিন আগে, কুইজ দেয়া হবে বিকেল ৩টায়। ফলাফল জানানো হবে রাত ৯টায় সাপ্তাহিক কুইজ বিজয়ী কারা হয়েছেন তা প্রকাশ করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে।
ফাইনাল কুইজ:
৯ই মে, ২০২৫ রাত ৮টায়
বিজয়ী ঘোষণা:
১৭ই মে, ২০২৫ রাত ৯টায়
পুরস্কার বিতরণ:
২১শে মে, ২০২৫
কুইজে অংশ নিতে করণীয়
কুইজে অংশ নিতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হউন।। সকল আপডেট সেখানেই পাবেন